পরীমনির ‘মুখোশ’

নিউজ দর্পণ, ঢাকা: সরকারি অনুদানের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন চলতি প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ২০১৯-২০ অর্থ বছরের সরকারি অনুদান পেয়েছে ইফতেখার শুভর ‘লেখক’ ছবিটি। এই ছবিতে অভিনয় করবেন পরী। তবে ছবির নামে পরিবর্তন আসবে। পরিবর্তিত নাম হচ্ছে ‘মুখোশ’। তবে পরীর নায়ক কে হচ্ছে সেটা এখনই চূড়ান্ত নয়। সেটা চমক রাখছেন আপাতত। অন্য শিল্পীদেরও কিছুদিনের ভেতর চূড়ান্ত করা হবে বলে জানান পরিচালক।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, ইফতেখার শুভর এ ছবির গল্প আমার খুব ভালো লেগেছে। গল্প শুনে একবাক্যে রাজি হয়েছি। আশা করি ভালো কিছুই হবে। করোনা ভাইরাসে কারণে ছবিটির মহরত করা সম্ভব হচ্ছে না বলে জানান নির্মাতা। এ ছাড়া এ কারণে আপাতত শুটিং ফ্লোরে যাচ্ছে না মুখোশ টিম। নভেম্বর বা ডিসেম্বরের দিকে শুটিং শুরুর ইচ্ছে তাদের। পরিচালক বলেন, এটি আমার একটি স্বপ্নের প্রজেক্ট। সরকারি অনুদানে ছবিটির শুটিং করতে পারছি এটা আমার জন্য বড় পাওয়া। আশা করি দারুন কিছু উপহার দিতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *