বগুড়ায় নির্বাচনে জালভোট দিতে গিয়ে ৩ স্কুলছাত্র আটক
নিউজ দর্পণ, বগুড়া : নিয়ম রক্ষার বগুড়া-১ আসনে উপনির্বাচনে জালভোট দিতে গিয়ে ৩ স্কুলছাত্র আটক হয়েছে। তারা হলো-সিহাব,তোফায়েল ও হাসান। স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র তারা।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সোনাতলা হরিখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয় বলে জানান প্রিজাইডিং অফিসার আবুল কাশেম। এর আগে নাজির আকতার কলেজ কেন্দ্র থেকে আরও ২ জনকে আটক করা হয়।
উল্লেখ্য, বগুড়া-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল মান্নান ১৮ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে আসনটি শূন্য হয়। মঙ্গলবার সকাল ৯টা থেকে এই আসনে ভোটগ্রহণ শুরু হয়।