নিজেদের সক্ষমতা ও যোগ্যতা দিয়ে বিশ্ববাণিজ্যে জায়গা করে নিতে হবে: বাণিজ্যমন্ত্রী

নিউজ দর্পণ, ঢাকা: নিজেদের সক্ষমতা ও যোগ্যতা দিয়ে বিশ্ববাণিজ্যে জায়গা করে নেওয়ার সময় এসেছে। সময় নষ্ট না করে সবাইকে দ্রুত এগিয়ে আসার আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

করোনা ভাইরাসের পরিস্থিতিতে নতুন করে বিশ্ব বাণিজ্যের  সুযোগ এসেছে বলে জানিয়ে তিনি বলেছেন, ‘চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যযুদ্ধ চলছে। জাপান চীন থেকে বিনিয়োগ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। কোভিড-১৯-এর কারণে বিশ্বের ব্যবসা-বাণিজ্যের সুযোগ কাজে লাগানোর সময় এসেছে। আমাদের জন্য শুভদিন অপেক্ষা করছে। এই সুযোগ কাজে লাগাতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আজ বৃহস্পতিবার  ইকোনমিক রিপোর্টার্স ফোরাম এবং রিসার্স অ্যান্ড পলিসি ইনটিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‌্যাপিড) যৌথ আয়োজনে জুম প্লাটফর্মে ‘কোভিড-১৯ অ্যান্ড বাংলাদেশ ইকোনমি’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশও তা থেকে বিচ্ছিন্ন নয়। বাংলাদেশের অর্থনীতি একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে দ্রুত এগিয়ে যাচ্ছিল। কোভিড-১৯ শেষ হওয়ার পর আমরা আবার ঘুড়ে দাঁড়াবো। আমরা সেটা পারবো। পরিবর্তিত ও প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্যে অনেক কিছু হবে।’

টিপু মুনশি বলেন, ‘নিজেদের সক্ষমতা ও যোগ্যতা দিয়ে বিশ্ববাণিজ্যে জায়গা করে নেওয়ার সময় এসেছে। সময় নষ্ট না করে দ্রুত এগিয়ে আসতে হবে সবাইকে। কোভিড-১৯ পরিস্থিতিতে এবং পরবর্তী সময়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ও বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্ব একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।’

তিনি জানান, সর্বাধিক গুরুত্ব দিয়ে এ টাস্ক ফোর্স কাজ করে যাচ্ছে। আগামী এক মাসের মধ্যে বাংলাদেশ প্রথম এফটিএ স্বাক্ষর করবে ভুটানের সঙ্গে। এর পর পর্যায়ক্রমে বেশ কিছু দেশের সঙ্গে এফটিএ স্বাক্ষর করবে। ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা অনেক এগিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *