নিখোঁজের দু’দিন পর পুকুর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
নিউজ দর্পণ,জয়পুরহাট: জয়পুরহাটে নিখোঁজের দু’দিন পর শহিদুল ইসলাম নামে এক হোটেল ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে জয়পুরহাট শহরের গুলশান মোড় এলাকার একটি পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত শহিদুল ইসলাম জয়পুরহাট শহরের গুলশান মোড় মহল্লার কাবাজ উদ্দিন মণ্ডলের ছেলে।
জয়পুরহাট সদর থানার ওসি মো. শাহরিয়ার খান জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের হোটেল ব্যবসায়ী শহিদুল ইসলাম শহরের মাছুয়া বাজারে তার হোটেল বন্ধ করলেও বাড়িতে ফিরে যাননি। পরিবারের স্বজনরা অনেক খোঁজা-খুঁজির পরও তার কোনো সন্ধান পাননি।
এর দু’দিন পর বৃহস্পতিবার সকালে তার বাড়ির পাশের একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।