নারায়নগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ২
নিউজ দর্পণ,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ইসদাইর এলাকায় দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নাইম নামে একজন নিহত হয়েছেন। তিনি পেশায় গার্মেন্টস শ্রমিক।
শুক্রবার (০৯ আক্টোবর) রাত সাড়ে ৯ টায় ইসদাইরের বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, কিশোরদের দু’গ্রুপের সংঘর্ষে নাইম নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রেফতার হয়েছেন রিফাত ও হাবিব নামে দুজন।
পুলিশের দাবি, দুই গ্রুপের মধ্যে মারামারিতে নাইম ছুরিকাঘাতে নিহত হয়। তদন্ত করে বিস্তারিত জানা যাবে। মরদেহ ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।