দেশে ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
নিউজ দর্পণ,ঢাকা: চীনের সিনোভেক বায়োটেক কোম্পানির করোনাভাইরাসের ভ্যাকসিনের (করোনাভেক) বাংলাদেশে ট্রায়ালের অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বাংলাদেশে এই ভ্যাকসিনের মানবদেহে কার্যকারিতা পরীক্ষায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) অনুমতি পেয়েছে বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
এসময় স্বাস্থ্যমন্ত্রী জানান, চীন, ভারত, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে করোনা ভ্যাকসিন নিয়ে আলাপের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। তিনি চিন্তা-ভাবনা করে আমাদের একটা নির্দেশনা দিয়েছেন, সিদ্ধান্ত হয়েছে— আমরা যেহেতু চাই দেশে ভ্যাকসিন আসুক, তাহলে তার তো ট্রায়াল লাগবেই।
প্রাথমিকভাবে ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যসেবাকর্মীদের উপর সেই ট্রায়াল চালানো হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে ট্রায়াল করতে দেবো। যারা স্বেচ্ছায় আসবে তাদের উপরই শুধু ট্রায়াল হবে।