তাড়াশে ট্রাক চাপায় নিহত ৩ ‍

নিউজ দর্পণ,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালখুলা নামকস্থানে একটি রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ে। এতে ট্রাক চাপায় বাজারে আগত তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত একজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান। এ ঘটনায় আরো ৪জন আহত হয়েছে। নিহতরা হলেন- তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের ময়নাল হোসেন ও শাহজাদপুর উপজেলার তালগাছী গ্রামের মানিক হোসেন ও উল্লাপাড়া উপজেলার সিমলা গ্রামের আমির হোসেনের ছেলে মিলন হোসেন।

আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালখুলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. রফিক জানান, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালখোলা বাজারে লোকজনের ওপর উঠে পড়ে। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই বাজার করতে আসা কালুপাড়া গ্রামের ময়নাল হোসেন ও শাহজাদপুর উপজেলার তালগাছী গ্রামের মানিক হোসেন মাছ বিক্রী করে যাওয়ার পথে চাপা পড়ে নিহত হয়।

এছাড়া শ্বশুরবাড়িতে আসা উল্লাপাড়া উপজেলার সিমলা গ্রামের আমির হোসেনের ছেলে মিলন হোসেন সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
তাড়াশ ফায়ার ডিফেন্স স্টেশনের সাব আফিসার এসএম রেজাউল করিম জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। আর আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *