‘টু লেট’ ভাবনা

নিউজ দর্পণ, ঢাকা: চলতি সময়ের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ক্যারিয়ারের শুরু থেকে নানা ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন। নতুন নতুন চরিত্রে অভিনয় করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। এ কারণে শুরু থেকেই বেশ বেছে অভিনয় করেন তিনি। এ বিষয়ে ভাবনা বলেন, যখন নতুন কোনো চরিত্র পাই সেটিকে সঠিকভাবে তুলে ধরার জন্য সব চেষ্টা আমার থাকে। সম্প্রতি ‘টু লেট’- শিরোনামের একটি শর্টফিল্মে বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ের চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি আমার জন্য চ্যালেঞ্জের ছিল। এর আগে এমন চরিত্রে কাজ করা হয়নি।

এই সময়ে শিল্পীদের জনপ্রিয়তা নির্ধারণ হয় ইউটিউবের ভিউয়ের ওপর। এটিকে ভাবনা কীভাবে দেখছেন? তার ভাষ্য, এখন অনেকে নাটকের সফলতা-ব্যর্থতা বিচার করে ইউটিউব ভিউ দেখে। কিন্তু আমি ভিউতে বিশ্বাসী নই। আমিও জানি, কী ধরনের নাটক করলে তার ভিউ অধিক হবে। সত্যি বলতে আমি স্রোতে গা ভাসাতে চাই না। যেমন-তেমন চরিত্রে কাজ করে নিজের সুনাম নষ্ট করতে চাই না। আমি চাই আমার কাজের আলাদা দর্শক তৈরি হোক। লকডাউনের শুরু থেকে এই গ্ল্যামারকন্যা ঘরবন্দি হয়ে পড়েন। তবে সম্প্রতি প্রায় চার মাস পর ঈদের একটি নাটকের শুটিংয়ের জন্য ঢাকার বাইরে গেছেন বলে জানান।

ঈদে এবার এই অভিনেত্রীকে দেখা যাবে এস এ হক অলিকের ‘কদম ফুলের প্রেম’ শিরোনামের একটি নাটকে। এটিতে তিনি জুটি বেঁধেছেন মীর সাব্বিরের সঙ্গে। এছাড়া ঈদে অনিমেষ আইচের দু’টি শর্টফিল্মেও থাকছেন তিনি। ভাবনা বলেন, করোনা পরিস্থিতি কবে শেষ হবে তা জানা নেই। অনেক দিন ঘরবন্দি ছিলাম। এখন কাজ শুরু করেছি। তবে এবারো বেছে বেছে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। নিরাপত্তার দিকটিকে আগে গুরুত্ব দিচ্ছি। সেই ধারাবাহিকতায় আসলে একটি নাটকে কাজ করেছি। শর্টফিল্মেও কাজ করবো। যে কাজগুলো করছি এগুলো স্পেশালও বটে। আশা করছি ভালো লাগবে সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *