জয়া আহসানের ‘স্বপ্ন ভঙ্গ’

নিউজ দর্পণ ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান রূপে ও অভিনয় গুণে দর্শকদের হৃদয় জিতে নিয়েছেন অনেক আগেই। হালে বাংলা চলচ্চিত্রের এই প্রিয় মুখ একসময় ছিলেন ছোটপর্দার অভিনেত্রী। কিন্তু সিনেমায় ব্যস্ততা বেড়ে যাওয়ায় ইদানিং তাকে আর নাটকে তেমন একটা দেখা যায় না।

আসছে ঈদুল আজহায় ভক্তদের সেই পিপাসাই মেটাবেন জয়া। ঈদকে সামনে রেখে অনেকদিন পর নাটকে ফিরেছেন তিনি। নাটকটির নাম ‘স্বপ্ন ভঙ্গ’। প্রয়াত আসফাকের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে নাটকটি।

নাটকটির গল্পে দেখা যাবে, কেন্দ্রীয় চরিত্র সাহেদ ও অনি নতুন সংসার শুরু করে। কিন্তু তাদের সুখের দাম্পত্য জীবনে মর্মান্তিক এক ঘটনা ঘটে যায়। জীবনে আসে নানা ঘাত-প্রতিঘাত। অবতারণা হয় নানা ভৌতিক ঘটনার।

এক সময় তাদেরকে দারোয়ান, কেয়ারটেকার ও বন্ধুদের অসামঞ্জস্য আচরণের। এই ভৌতিক ঘটনার ভেতর দিয়েই এগোতে থাকে নাটকের গল্প।

স্বপ্নভঙ্গের ভেতর দিয়েই অদ্ভূত এক অভিজ্ঞতায় শেষ হয় নাটকটি। ঈদের সপ্তম দিন রাত ৯টায় নাটকটি আরটিভিতে প্রচার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *