জিদানের অধীনে খেলতে রেনেতেই কামাভিঙ্গা
নিউজ দর্পণ ডেস্ক: ৮০ বছরে ফ্রান্সের সবচেয়ে কমবয়সী ফুটবলার হিসেবে জাতীয় দলে অভিষেক হয়েছে কামাভিঙ্গার। আর ১৭ বছর বয়সী কামাভিঙ্গাকে গত মৌসুম থেকেই নজরে রেখেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু অন্যতম বিশ্বসেরা ক্লাব রিয়াল মাদ্রিদকে ফিরিয়ে দিয়েছেন এ ফরাসি তরুণ।
জিনেদিন জিদানের অধীনে খেলার লোভ সামলে রেনেতেই থেকে গেছেন কামাভিঙ্গা। ফরাসি দল রেন উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে উঠেছে। আর ক্লাবের চ্যাম্পিয়ন্স লীগ যাত্রার অংশ হওয়াটাই গুরুত্ব পেয়েছে তার কাছে।
সংবাদমাধ্যম টেলিফুটকে কামাভিঙ্গা বলেছেন, ‘বড় ক্লাব যখন আগ্রহ দেখায়, সেটা অবশ্য ভালো লাগে। কিন্তু তাতেই আমি আপ্লুত হয়ে যাচ্ছি না।
আমি আমার পরিবারের সঙ্গেই সিদ্ধান্ত নিয়েছি (থেকে যাওয়ার)। এ সিদ্ধান্ত নিয়ে এখন খুব ভালো লাগছে। এখন শুধু ফুটবলে মনোযোগ দিতে চাই এবং আশেপাশে কী হচ্ছে তা নিয়ে ভাবতে চাই না। জীবন এখন খুব ভালো কাটছে। এখন খুব ভালো আছি।’