জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমানের মায়ের ইন্তেকাল
নিউজ দর্পণ, ঢাকা: জাতীয় বিশবিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের মা খুরশিদা বেগম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। শনিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।
খুরশিদা বেগম করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে করোনামুক্ত হয়ে বেশ কিছু দিন যাবৎ লাইফসাপোর্টে ছিলেন।
উপাচার্যের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার স্বামী তোফাজ্জল হোসেন ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা।
রোববার বাদ আসর ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় মিরহর গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হবে।