চীন-পাকিস্তানকে মোদির হুঁশিয়ারি: সার্বভৌমত্ব রক্ষায় ছাড় নয়
নিউজ দর্পন ডেস্ক : ভারতের সার্বভৌমত্ব রক্ষায় লাদাখে সেনাবাহিনী পাল্টা উত্তর দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৭৪তম স্বাধীনতা দিবসে উপলক্ষে আয়োজিত সমাবেশে চীনকে ইঙ্গিত করে মোদি বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা নিজেদের ভূমি রক্ষায় যে কোনো হামলা জীবন হলেও দিয়ে রক্ষা করবেন।
সম্প্রতি ভারতের লাদাখের গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের দুই দেশের সেনাদের মধ্যে সংঘাতে ২০ ভারতীয় সেনা সদস্য প্রাণ হারান। এ ঘটনার জেরে মোদি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পাকিস্তান, চীনসহ বিশ্বের যে দেশই হোক না নিজেদের স্বার্থে আঘাত হানলে ভারত কখনো ছেড়ে কথা বলবে না।
সম্প্রতি বেইজিং-এর সঙ্গে নয়াদিল্লির সম্পর্কের টানাপোড়েন অস্থিরতা তৈরি হয় দক্ষিণ পূর্ব এশিয়ায়। লাদাখে পাল্টাপাল্টি সামরিক মহড়ায় যুদ্ধের দিকে মোড় নেয়। দু’দেশের সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইসলামাবাদের সঙ্গে নয়াদিল্লির সঙ্কট দীর্ঘদিনের। কাশ্মীর ইস্যুতে প্রায় সময়ই নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির ঘটনা ঘটে। দু’দেশের সংঘাতে প্রাণ সেনা সদস্যসহ বেসামরিক নাগরিকও।