চাকরিজীবীদের সরকারি ভ্রমণ খাতে বরাদ্দের ৫০ শতাংশ স্থগিত

নিউজ দর্পণ, ঢাকা : করোনাভাইরাস মোকাবেলায় চাকরিজীবীদের সরকারি ভ্রমণ ব্যয়ে বরাদ্দকৃত অর্থের ৫০ শতাংশ স্থগিত করা হয়েছে। শুধু জরুরি ও অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় ভ্রমণখাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় করা যাবে। আজ রোববার এমন নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

পরিপত্রে বলা হয়, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারের অগ্রাধিকার খাতগুলোতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে। পাশাপাশি সীমিত সম্পদে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পরিচালনা ও উন্নয়ন বাজেটে বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকার উল্লেখিত সিদ্ধান্ত নিয়েছে। এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে শুধুমাত্র জরুরি ও অপরিহার্য ক্ষেত্র বিবেচনায় ‘৩২৪৪১০১’ ভ্রমণ ব্যয় খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় করা যাবে। পাশাপাশি সকল প্রকার রুটিন ব্যয় পরিহার করতে হবে। পরিপত্রে আরও বলা হয় এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত বলবত থাকবে।

অর্থ বিভাগের উর্ধ্বতন এক কর্মকর্তা  বলেন, করোনা মোকাবেলায় সরকারের ব্যয় নানাভাবে বেড়েছে। আর এসব ব্যয় মেটাতে হবে। ফলে অন্যান্য খাতে অযৌক্তিক ব্যয় কাটছাট করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *