গোমূত্র পান করে সুস্থ আছি : দিলীপ ঘোষ

নিউজ দর্পন ডেস্ক : গরুর দুধ ও মূত্র পান করে শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, গরুর দুধ ও মূত্র পান করার কারণেই তিনি শারীরিকভাবে সুস্থ থাকেন। বৃহস্পতিবার দুর্গাপুরের একটি চা-চক্রে যোগ দিতে গিয়ে তিনি বলেন, ‘আমরা গরুর দুধ, গোমূত্র পান করি; তাই ভালো থাকি!’

গত বছরন ভেম্বরে দিলীপ ঘোষ দাবি করেছিলেন, গরুর দুধে নাকি সোনা পাওয়া যায়। পশ্চিমবঙ্গজুড়ে শোরগোল ফেলে দিয়েছিল তার এই মন্তব্য। এ নিয়ে বিস্তর বিতর্ক ও হাসিঠাট্টাও হয়েছে। আবার একই ধরনের মন্তব্য করে আলোচনায় এলেন তিনি।

টাইমস অব ইন্ডিয়ার বাংলা অনলাইন ‘এই সময়’ জানিয়েছে, প্রতিদিনই প্রাতঃভ্রমণে বের হন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার দুর্গাপুরেও তার ব্যতিক্রম হয়নি।

সেখানেই দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি গরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়ে যায়। লকডাউন খোলার পরই খুলে গেছে মদের দোকান। তার জেরে কী হয়েছে দেখতে পাচ্ছেন তো। তারা মদ খায় খাবে, আমরা পান করবো গোমূত্র, গরুর দুধ।’

গোমূত্রের হয়ে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ তৃণমূলকে গাধার সঙ্গে তুলনা করেছেন। তাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘তোমরা বোতলে ভরা মদ খাও, আমরা গোমূত্র পান করে ভালো থাকবো। আমরা গরুকে মা বলি। তার সেবা করি। গাধারা গরুর কথা বুঝবে না!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *