খালেদা জিয়ার সাজা স্থগিতাদেশের মেয়াদ বাড়াতে আবেদন করবে পরিবার: ফখরুল
নিউজ দর্পণ,ঢাকা : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতাদেশের মেয়াদ বাড়াতে তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হবে। বিএনপি প্রধানের পরিবারের পক্ষ থেকে এই আবেদন করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “সাজা স্থগিতের সময় বাড়াতে ম্যাডামের পরিবারের পক্ষ ব্যবস্থা নেয়া হবে। যেহেতু তারা এর আগে আবেদন করে, সরকারের সাথে কথা বলে সাজা স্থগিত করিয়েছিলেন।
“এখনও যেহেতু ম্যাডাম সুস্থ হননি, তিনি একেবারেই একই (আগের) অবস্থাতেই আছেন। সুতরাং সাজা স্থগিতের সময়টা বাড়ানো এখন জরুরি প্রয়োজন।” ‘সময় মতোই’ পরিবারের পক্ষ থেকে আবেদন করা হবে বলে জানান মির্জা ফখরুল।