কালীগঞ্জে নিখোঁজ ব্যক্তির লাশ মিলল পুকুরে
নিউজ দর্পণ, কালীগঞ্জ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি পুকুর থেকে রূপ কুমার (৫০) নামে নিখোঁজ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে গ্রামবাসী।
আজ মঙ্গলবার সকালে উপজেলার ১নং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের কাদিরকোল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রূপ কুমার দত্ত পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলার ফাজিলপুর বাজারপাড়া এলাকার কেষ্ট দত্তের ছেলে।
ফাজিলপুর গ্রামের রুহুল আমীন জানান, গত রোববার রাত থেকে রূপ কুমার দত্ত নিখোঁজ ছিল। এর আগে সকালে গ্রামের পাশে কাদিরকোল গ্রামে একটি পুকুরে তার মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করেন।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি। খবর পেয়ে ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছে।