কাগজ সংকটে ছাপার কাজ বন্ধ
নিউজ দর্পণ, ঢাকা : বিনামূল্যের বই ছাপানোর কাগজ সংকট কাটছেই না। কাজ বন্ধ বেশিরভাগ মুদ্রণ প্রতিষ্ঠানের। এ অবস্থায় বছরের প্রথম দিন বই দেয়া সম্ভব হবে না বলছে সংশ্লিষ্টরা।
এনসিটিবি বলছে, সংকট কাটাতে প্রয়োজন হলে বিদেশ থেকে শুল্কমুক্ত কাগজ আনার ব্যবস্থা করা হবে। প্রেসে কাগজ নেই পর্যাপ্ত, তাই বই ছাপানোর কাজ বন্ধ। অলস সময় কাটাচ্ছেন শ্রমিকেরা। অথচ আগের বছরগুলো এই সময়ে বিনামূল্যে বিতরণের জন্য বই ছাপানোর কাজ ছিল শেষ পর্যায়ে। আর এ বছর এখনো পুরোপুরি কাজই শুরু করতে পারছে না মুদ্রণ প্রতিষ্ঠানগুলো।
মুদ্রণ মালিকরা বলছেন, আগে চুক্তি করা সত্ত্বেও এখন কাগজ দিচ্ছে না মিলগুলো। কাগজের দাম বাড়িয়েই চলছে তারা। এ অবস্থায় অনেক প্রেসই বই ছাপার কাজ বন্ধ রেখেছে।
তবে আম্বার সুপার পেপার মিলের সহকারী মহাব্যবস্থাপক শারাফাত আলী বলেন, যতটা সম্ভব কাগজ সরবরাহ করা হচ্ছে।
এনসিটিবি বলছে, সংকট নিরসনে কাজ চলছে। যদি দেশীয় মিলগুলোর কাছে পর্যাপ্ত ও মানসম্মত কাগজ না পাওয়া যায় তবে শুল্কমুক্তভাবে আমদানির ব্যবস্থা করা হবে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষে বিনামূল্যে বিতরণের জন্য ছাপানো হবে ৩৫ কোটি বই।