করোনা মুক্ত হলেন বিএনপি নেতা মোজাম্মেল হক
নিউজ দর্পণ, ঢাকা: করোনা ভাইরাস মুক্ত হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক।
আজ বুধবার রাজধানীর রেড ক্রিসেন্ট হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার ধানমন্ডীর বাসায় ফেরেন। গতকাল মঙ্গলবার করোনা ভাইরাস পরীক্ষায় তার নেগেটিভ আসে। এর আগে মোজাম্মেল হক ৬ জুলাই রাজধানীর রেড ক্রিসেন্ট হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি ১০৩ নাম্বার কেবিনে চিকিৎসাধীন ছিলেন।
আজ বুধবার সাবেক এই ছাত্রনেতা আ ক ম মোজাম্মেল হক জানান, গতকাল করোনা পরীক্ষায় আমার নেগেটিভ আসছে। আমি এখন বাসায় ফিরলাম। আমার জন্য যারা দোয়া করেছেন এবং বিভিন্ন ভাবে খোঁজ খবর নিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।আমার জন্য সবাই দোয়া করবেন।