করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বিএনপি নেতা আউয়াল খান
নিউজ দর্পণ, ঢাকা: বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান আর নেই। করোনা ভাইরাসের কাছে হার মেনে আজ সোমবার সোয়া ২ টায় তিনি মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আইসিইউতে ভর্তি ছিলেন।
আজ সোমবার এ তথ্য জানান তার ছোট ভাই আবদুল নবিন খান। তিনি বলেন, ‘ভাইকে (আবদুল আউয়াল খান) গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার টেস্টে পজেটিভ আসে। তার শ্বাসকষ্ট বেড়ে গেলে মুগদাতে আইসিইউ বেড না পেয়ে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়।
আবদুল নবিন খান বলেন, ‘মুগদা জেনারেল হাসপাতালে ভর্তির আগে গত ৪-৫ দিন চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসাতেই আইসোলেশনে ছিলেন আবদুল আউয়াল খান।