এমপি হারুনের পদ কেন শূন্য ঘোষণা হবে না জানতে রুল
নিউজ দর্পণ, ঢাকা: বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদের পদ কেন শূন্য ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তিনি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
হারুন একটি দুর্নীতি মামলায় পাঁচ বছর সাজাপ্রাপ্ত হওয়ায় এ রুল জারি করা হয়। আজ মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।