আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনস্টেবলসহ আটক ৪
নিউজ দর্পণ, আশুলিয়া : আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনস্টেবলসহ ৪ জনকে আটক করেছে র্যাব। রবিবার (২৬শে জুলাই) রাতে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও মাদক দ্রব্য এবং তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। আটকরা হলেন, আশুলিয়া থানার পুলিশ কনস্টেবল মোহাম্মদ মমিনুর রহমান, আবদুল হামিদ, ওয়াহেদ ও ওয়াজেদ শেখ।
ভুক্তোভোগী নুর উদ্দিন পাটোয়ারী জানান, বিক্রয় করা ওষুধে নিষিদ্ধ ওষুধ আছে দাবি করে ভয় দেখিয়ে টাকা আদায় করে। রবিবার বাকি টাকা নিতে আসার কথা থাকলে র্যাব-৪ কে বিষয়টি জানান তিনি। পরে র্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাতে নাতে তাদের আটক করে।
র্যাব জানায়, তল্লাশী করে অস্ত্র, মাদক, জাল টাকাসহ ও বিভিন্ন মানুষের জাতীয় পরিচয়পত্র ও ব্যাংকের ১৬ এটিএম কার্ড পাওয়া যায়।