আর্থিক সুবিধা ছাড়াই ডিএসসিসি’র ৭ কর্মী কর্মচ্যুত

নিউজ দর্পণ, ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন বিভাগ/দপ্তরে কর্মরত পাঁচজন পরিচ্ছন্নতাকর্মী ও দুইজন মালীকে কর্মচ্যুত করা হয়েছে। এদের প্রত্যেকের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় করপোরেশন এ সিদ্ধান্ত নিয়েছে।

১৬ই জুলাই ডিএসসিসি’র সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে সাতজনকে কর্মচ্যুত করা হয়। কর্মচ্যুত হলেন, পরিচ্ছন্নতাকর্মী শ্রীমতি উমা রানী, আব্দুল হক, হারেজ আলী, আজমেরী বেগম, মুর্তজা বেগম এবং মালী সিরাজ বেপারী ও সাইদুর রহমান।

অফিস আদেশে বলা হয়, যাদেরকে কর্মচ্যুত করা হয়েছে তারা করপোরেশনে মাস্টার রোলে কাজ করতেন। আদেশে বলা হয়, সংশ্লিষ্ট কর্মীদের বয়স ইতিমধ্যে ৫৯ বছর পূর্ণ হওয়ায় তাদেরকে কর্মচ্যুত করা হলো।

জনস্বার্থে জারিকৃত এই অফিস আদেশ ১৭ই জুলাই হতে কার্যকর হয়েছে এবং দৈনিক মজুরিভিত্তিতে কর্মরত ছিলেন তারা করপোরেশন বিধিমালা মোতাবেক কোন ধরনের আর্থিক সুবিধা প্রাপ্য হবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *