আইপিএলের স্বার্থরক্ষায় বাতিল করা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ : শোয়েব

নিউজ দর্পণ ডেস্ক: আইপিএলের স্বার্থরক্ষার জন্যই মূলত বাতিল করা হয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমনকি এশিয়া কাপ বাতিলের সিদ্ধান্তও এসেছে একই কারণে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার।

হয়তো দুইটি ঘটনার কোন যোগসুত্র নেই। কিন্তু সন্দেহবাতিকগ্রস্তরা ঠিকই একে-একে দুই মেলাচ্ছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল ও আইপিএল আয়োজনের সিদ্ধান্তকে ঘিরে। গত সোমবার করোনাভাইরাসের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করার সিদ্ধান্ত জানিয়েছে আইসিসি। তার পরদিনই জানা গেছে, আইপিএলের ভেন্যু হিসেবে আরব আমিরাতকে চূড়ান্ত করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

যা কি না জন্ম দিয়েছে নানান প্রশ্নের। বিশেষ করে পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার তো সাফ বলেই দিয়েছেন, আইপিএলের স্বার্থরক্ষার জন্যই মূলত বাতিল করা হয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমনকি এশিয়া কাপ বাতিলের সিদ্ধান্তও এসেছে একই কারণে।

স্থানীয় টিভি চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে শোয়েব বলেছেন, ‘দিনশেষে ক্ষমতাবানরাই যেকোন সিদ্ধান্ত নেয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ তো অবশ্যই হতে পারতো। এতে করে ভারত-পাকিস্তান মুখোমুখি লড়াইয়ের একটা সম্ভাবনা থাকতো। কিন্তু তারা এ সুযোগ নিলো না। এর পেছনে (বতিল হওয়া) অনেক কারণ রয়েছে, আমি সেদিকে বিস্তারিত যেতে চাইছি না।’

তিনি আরও যোগ করেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ অবশ্যই হতে পারতো। তবে আমি বারবারই বলেছি যে তারা এটি হতে দেবে না। যত যাই হোক, আইপিএলের ক্ষতি হতে দেয়া যাবে না। বিশ্বকাপ নরকে যাক।’

প্রায়ই একই সুরে কথা বলেছেন শোয়েব আখতারের স্বদেশি সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। তার মতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল করার মাধ্যমে আইসিসি আসলে সবার স্বার্থরক্ষা করতে চেয়েছে। বিশ্বকাপ যে হবে না, তা আগে থেকেই ঠিক করা ছিলো বলে মন্তব্য করেছেন রশিদ।

তিনি বলেন, ‘বিশ্বের প্রায় সব ক্রিকেট বোর্ডই সবার আগে অর্থনৈতিক দিকটা চিন্তা করে। সেটা হোক ভারত, পাকিস্তান কিংবা ইংল্যান্ড। শুধু বিসিসিআই একা নয়, সবগুলো বোর্ড এ বিষয়ে এক জোট। সবাই একটা চুক্তিতে এসেছে এই সিদ্ধান্ত (বিশ্বকাপ বাতিল) নেয়ার ক্ষেত্রে। শুধুমাত্র ভারতই এই সিদ্ধান্তে লাভবান হয়নি।’

‘টি-টোয়েন্টি বিশ্বকাপটি ফেব্রুয়ারি-মার্চে হতে পারত কিন্তু এতে পাকিস্তানের ক্ষতি (পিএসএলের কারণে)। এপ্রিল-মে’তে রয়েছে আইপিএল, নভেম্বর-ডিসেম্বরে আবার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ। বিশ্বকাপ বাতিলের সিদ্ধান্তে এখন সব দেশই খুশি। আনুষ্ঠানিক ঘোষণার আগেই সৌরভ গাঙ্গুলি বলেছেন যে এশিয়া কাপ হবে না। এটা নিশ্চয়ই তাকে শ্রীলঙ্কা অথবা পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে। সবকিছুই আসলে সাজানো।

নিউজ দর্পণ/ আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *