আইএফআইএলের নতুন চেয়ারম্যান রেজাকুল হায়দার
নিউজ দর্পণ, ঢাকা: রেজাকুল হায়দার ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির ২৬৬তম পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তিনি আইএফআইএলের উদ্যোক্তা পরিচালক এবং বিগত বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর রেজাকুল হায়দার ১৯৮২ সালে একজন ব্যবসায়ী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি বাংলাদেশের অন্যতম শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান ইয়ুথ গ্রুপের একজন প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান। তিনি ইয়ুথ ফ্যাশন লিমিটেড, ইয়ুথ গার্মেন্টস, পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড, পেট্রোম্যাক্স সিলিন্ডার লিমিটেড, কমফিট কম্পোজিট নিট লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান। —বিজ্ঞপ্তি