অসুস্থ কাকলীর পাশে দাড়িয়েছেন ছাত্রদলের সাবেক নেত্রী নিশীতা
নিউজ দর্পণ,ঢাকা: মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক অসুস্থ হাসিনা মোর্শেদ কাকলীর পাশে দাড়িয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সেলিনা সুলতানা নিশীতা। সোহরাওয়ার্দী হাসপাতালের ৪নং ওয়ার্ডের ৫৮ নম্বর বেডে চিকিৎসাধীন কাকলীর চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় নিশীতা তাকে আর্থিক সহযোগীতাও করেন।
২০০৯ সালের ১৯ শে জুন মোহাম্মদপুর থানার বিএনপির জনপ্রিয় নেতা রাজপথ ও ১/১১ পরীক্ষিত নেতা মঞ্জুর মোরশেদ শিপু প্রথমে গুম ও পরে ক্রসফায়ারে মারা যান। স্বামীর মৃত্যুর পর তার বিধবা স্ত্রী হাসিনা মোর্শেদ কাকলী বেগম খালেদা জিয়ার পাশে থেকে দলের দুর্দিন দুঃসময়ে রাজপথের যেকোন কর্মসূচি চালিয়ে গিয়েছেন। বিশেষ করে প্রত্যেকটি নির্বাচনে পোলিং এজেন্ট দেওয়া সহ সব প্রচারনাতে মোহাম্মদপুর মডেল কলেজ কেন্দ্রের দায়িত্ব পালন করতেন।
বেগম খালেদা জিয়া গ্রেফতার হওয়ার দিন পুলিশের নির্যাতনে কোমড় ও লিভারের উপর আঘাত পান।