অর্থ আত্মসাতে শাহেদের বিরুদ্ধে দুদকের মামলা

নিউজ দর্পণ, ঢাকা: ‌দেড় কো‌টি টাকা আত্মসা‌তের অ‌ভি‌যো‌গে রি‌জেন্ট হাসপা‌তা‌লের চেয়ারম্যান শা‌হেদ ক‌রিমসহ চার জ‌নের বিরু‌দ্ধে মামলা ক‌রে‌ছে দুর্নী‌তি দমন ক‌মিশন (দুদক)।

আজ বুধবার সংস্থা‌টির সহকারী পরিচালক মো. সিরাজুল ইসলাম মাম‌লা‌টি ক‌রেন। দুদ‌কের পরিচালক (জনসং‌যোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়‌টি গণমাধ্যম‌কে নি‌শ্চিত ক‌রে‌ছেন। ‌

অন্য আসামীরা হলেন মোঃ ইব্রাহিম খলিল, ব্যবস্থাপনা পরিচালক, রিজেন্ট হাসপাতাল লিঃ, মোঃ সোহানুর রহমান, সাবেক প্রিন্সিপাল অফিসার, এসই ব্যাংকিং, এনআরবি ব্যাংক লিঃ, কর্পোরেট হেড অফিস, ঢাকা ও ওয়াহিদ বিন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট, এসই ব্যাংকিং, এনআরবি ব্যাংক লিঃ। এর আ‌গে গতকাল মঙ্গলবার দুদক মামলার বিষ‌য়ে সিদ্ধান্ত নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *