অভিনেত্রী নাতাশা করোনায় আক্রান্ত
নিউজ দর্পণ ডেস্ক: নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী নাতাশা সুরি। চিকিৎসকের পরামর্শ মতো হোম কোয়ারেন্টাইনে রয়েছেন সাবেক এই মিস ইন্ডিয়া।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে নাতাশা বলেন, ‘সপ্তাহখানেক আগে জরুরি কাজে পুনেতে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পরই অসুস্থ বোধ করি। জ্বর ও শারীরিক দুর্বলতা দেখা দেয়। এরপর কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল পজেটিভ আসে। আপাতত হোম কোয়ারেন্টাইনে আছি। সঙ্গে দাদি ও বোন আছে। শিগগিরই তাদেরও নমুনা পরীক্ষা করা হবে।’
নাতাশা ‘ডেঞ্জারাস’ নামে একটি ওয়েব সিরিজে কাজ করছেন। আগামী ১৪ আগস্ট এমএস স্ট্রিমিং সাইটে এটি মুক্তি পাবে। কিন্তু অসুস্থতার কারণে এর প্রচারে অংশ নেয়া হচ্ছে না সাবেক এই ভারত সুন্দরীর।
তবে প্রচারে অংশ নিতে না পারলেও ওয়েব সিরিজটি নিয়ে দারুণ আশাবাদী তিনি।
ভুষাণ প্যাটেলের পরিচালায় নির্মিত ওয়েব সিরিজটিতে নাতাশা ছাড়াও করন সিং গ্রোভার, বিপাশা বসু ও সোনালী রাউতকে দেখা যাবে।